রামগতিতে ৫দিন ব্যাপী কাব-স্কাউটস্ বেসিক কোর্স অনুষ্ঠিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২

দেশালোক:
বাংলাদেশ স্কাউটস্ এবং কাবিং প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতিতে ৫দিন ব্যাপি ২৮৩তম কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি এসএম শান্তুনু চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম শওকত এমরান, কমিশনার সোহেল সামাদ, সহ-সভাপতি সেলিনা আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুজ জাহের, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন ওসমান, উপজেলা কাব সম্পাদক আবু সালেহসহ স্কাউটস এবং কাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

২৭ মার্চ লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষন শুরু হয়। এতে উপজেলার ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষন শেষে শিক্ষকদের মধ্যে সনদপত্র এবং স্মারক পুরষ্কার বিতরন করা হয়।