রামগতিঃ দর্শনার্থী চাপে উপজেলা তেহমুনীতে তীব্র যানজট

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

দেশালোকঃ রামগতি উপজেলা চত্ত্বর সংলগ্ন তেহমুনীতে তীব্র যানজটে নাকাল যাত্রী ও পথচারীরা।

পবিত্র ঈদুল ফিতরের (১৪মে, শুক্রবার) দিন দুপুর থেকে গতো তিন দিন এ যানজট লেগেই আছে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ যানজটে বিরক্ত সাধারন যাত্রী এবং পথচারীরা।

১৫ মে রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা বেড়ীবাঁধে আসা বিপুল সংখ্যক গাড়ি এ তেহমুনী দিয়ে চলাচল করা যানজটের সৃষ্টি হয়। অধিক গাড়ির চাপে আলেকজান্ডার থেকে সোনাপুর সড়কে চলাচলকারী সাধারন বাহন গুলো স্বাভাবিক ভাবে মোড় পার হতে পারছেনা। এছাড়া আলেকজান্ডার টু লক্ষ্মীপুরগামী লোকাল বাসের অস্থায়ী স্ট্যান্ডটি উপজেলা গেটের সামনে হওয়ায় বেড়ীবাঁধ ও সোনাপুর থেকে আসা যানবাহন গুলো বাধাগ্রস্ত হয়। এছাড়াও এ মোড় দিয়ে বিপুল সংখ্যক দর্শনার্থী রাস্তা পারাপার হচ্ছে। ত্রিমুখী এ সংকটে তীব্র যানজট সৃষ্টি হয়।

বেড়ীবাঁধ ঘুরতে আসা সাকিব জানান, প্রায় চল্লিশ মিনিটে বাইকে করে আদালত থেকে আলেকজান্ডার বাজারে আসতে হয়েছে।

যানজট নিরসনে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক লাঠি হাতে লেন মেনে গাড়ি চলাচলে সহায়তা করছেন। তাঁদের একজন শিপন জানান, ভাই বিরক্ত হয়ে এ দায়িত্ব নিয়েছি। ঈদে দর্শনার্থীদের চাপে এ জট সৃষ্টি হলেও বেশিদিন এটা স্থায়ী হবেনা বলেও জানান তিনি।

এ রুটে চলাচলকারী একাধিক যাত্রী, ব্যবসায়ী এবং পথচারীরা এ যানজট নিরসনে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।