রামগতিতে ‘আলোর দিশারী’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

দেশালোকঃ

দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ব্লাড ব্যাংক।
২৩সেপ্টেম্বর (শুক্রবার) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা পাড়ে  অনুষ্ঠিত এ ক্যাম্পইনে শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিক, শাকিল, রাজিব, বিজয়, মনজুর, রাজু, জাহিদ, মাহিম, রাকিব, রুবেল, মুজাহিদ, আলমগীর, রায়হান, দানিয়াল, মুরাদ, শাকিলসহ সংগঠনের সদস্যরা। এছাড়াও প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল হোসেন সিরাজী, সংগঠনের উপদেষ্টা এড. মাহাবুবুর রহমান রিপন পাটওয়ারী, যোবায়ের হোসেন খন্দকার,শরাফ উদ্দিন জামসেদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এড. মাহাবুবুর রহমান রিপন পাটওয়ারী জানান, আলোর দিশারী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় মানুষদের জন্য ব্লাড সংগ্রহে অগ্রনী ভূমিকা রেখে আসছে।  প্রতিষ্ঠার শুরু থেকেই এই সংগঠনের সেচ্ছাসেবীরা নানাবিধ  সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত, এবং বিশেষ করে করোনা মহামারীর  সময়ে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার  বিতরন এবং ঈদের সময় ঈদ সামগ্রী বিতরন আমাদের অত্র অঞ্চলে আলোড়ন সৃষ্টি করেছে, আমি উক্ত সংগঠনের একজন উপদেষ্টা হিসাবে বলবো সকলে সামাজিক এবং মানবিক কাজে এগিয়ে আসলে আমাদের সমাজ পরিবর্তন হবে।