রামগতিতে নবাগত ইউএনও’র পরিচিতি সভা Sarwar Sarwar Miran প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩ দেশালোক : লক্ষ্মীপুর রামগতি উপজেলায় নবাগত নির্বাহি অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন সৈয়দ আমজাদ হোসেন। এ উপলক্ষে ৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এছাড়াও এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন প্রমুখ। উল্লেখ্য, নবাগত ইউএনও সৈয়দ আমজাদ হোসেন রামগতি উপজেলার ২৯তম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ২৬ অক্টোবর তিনি যোগদান করেছেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। SHARES প্রচ্ছদ বিষয়: