রামগতি: উপ-সচিব ধনঞ্জয় দাসের বাবা দক্ষিনা রঞ্জন দাস আর নেই

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১
দক্ষিনা রঞ্জন দাস (জন্মঃ ১৯৪৭, মৃত্যুঃ ১৪ এপ্রিল ২০২১)

দেশালোক: রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের রঘুনাথপুর নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দক্ষিনা রঞ্জন দাস পরলোকগমন করেছেন।

১৪ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে দশটায় ঢাকার সম্মিলিত পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

দক্ষিনা রঞ্জন দাস জনপ্রসাশন মন্ত্রনালয়ের উপসচিব ধনঞ্জয় দাসের বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪বছর।

একজন লেখক হিসেবে স্মৃতিসূত্র আমার দুঃখময় কর্মজীবন এবং শিক্ষাজীবন নামে একটি বায়োপিক বই লিখেছেন। পেয়েছেন যথেষ্ট জনপ্রিয়তাও। দ্বিতীয় বই ‘রাখি বন্ধন’ লেখার কাজে হাত দিয়েছিলেন অসুস্থ হওয়ার আগে। শেষ করে যেতে পারেন নি দ্বিতীয় বইটি।

শিক্ষকতা জীবনে তিনি সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সূবর্নচর উপজেলার শহীদ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আরো একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ রাজধানীর ডেমরা হাজী রহমত উল্যাহ ফোরকানীয়া উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহন করে ঢাকায় বসবাস করছিলেন। তিনি রামগতি বিবিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক কৃতি শিক্ষার্থী ছিলেন।

দেশের দক্ষিনাঞ্চল তথা উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান ছিলো।নিজে মেঘনার ভাংগন কবলিত হওয়ায় নদী ভাংগা মানুষদের জন্য ভাবতেন সব সময়।