রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট তিন শ্রমিকের একজন মারা গেছেন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

দেশালোকঃ রামগতিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত তিন শ্রমিকের একজন মারা গেছেন। নিহত শ্রমিকের নাম মিরাজ (৩২)।  তিনি পূর্ব চর হাসান হোসেন গ্রামের আহমদ হাওলাদার বাড়ির মো: আনিছল হকের ছেলে।

উল্লেখ্য, রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ড নুরিয়াহাজীর হাটে গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে ছাদ ঢালায়ের কাজ করতে গিয়ে তিন নির্মান শ্রমিক আহত হন।

স্থানীয় দারোগা বাড়ির মোঃ মিজানুর রহমান (নাহিদ) তার দোকানের ছাদ ঢালাই করতে শ্রমিক নিযুক্ত করেছেন। কাজ করার সময় ছাদ লগোয়া বিদ্যুৎ লাইনের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দশ থেকে বারোজন শ্রমিক দোকান ঘরের ছাদ ঢালায়ের কাজ করছিলেন। ছাদের উপরে মুল লাইন থাকায় সেখান থেকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান (৩৫) এবং মিরাজ (৩২) এর অবস্থা আশংকাজনক ছিলো। পুড়ে গেছে শরীরের বেশিরভাগ অংশ। আহত তিনজকেই উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপতাল থেকে চট্টগ্রাম নেয়ার পথে মিরাজ মারা যান।