একুশের ছড়া: একুশের পঙ্কতি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

সারোয়ার মিরন:

 

বায়ান্ন’র একুশ তারিখ

ভাষার জন্য সেরা,

বাংলা ভাষা তাইতো পাওয়া

উর্দূতে নয় ফেরা।

 

লাখো তারায় বিলিযে় দেবো

বাংলা ভাষার মান,

এ ভাষাতেই লিখব যতো

গল্প কবিতা গান।

 

নানান দেশের নানান ভাষা

বাংলা সবার সেরা,

বাংলায় বাঁধি সুর দরিয়া

সবুজ শ্যামল ঘেরা।

 

রক্তে লেখা রঙ্গিন বর্ণ

লাল সবুজের মাঝে,

দিক্ বিজযে় শ্যামল হাসি

বাংলাতে সব সাজে।

 

নাঙা পাযে় শহীদ মিনার

যাবো ফুল হাতে,

বাংলা ভাষা উচ্চ শিরে

রাখব জীবন মাতে।

 

এফএম এর এই নতুন যুগে

বাংলা ভাষার অপমান,

আর দেবো না হতে এসব

যতই আসুক ঝড় তুফান।

 

এক দিনেরই ভালোবাসায়

একুশ নয়তো পালন,

সারা বছর বাংলা ভাষা

করবো হৃদযে় লালন।

 

মাতৃভাষা ভালোবেসে

দিতে পারি প্রাণ,

ভাষার জন্যই লডে় যাব

এই করেছি পণ।