প্রচলিত কিছু ধর্মীয় এবং সামাজিক ভ্রান্ত বিশ্বাস

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

এইচ.এম.আশরাফঃ সমাজ অন্ধকারে ভরা।এটি ধর্ম, সমাজ, অভ্যাস এবং সাহিত্যের আদলে মনো মগজে ঝেঁঁকে বসেছে ঘাড়ে।

আসুন জেনে নিই যত সামান্য এমন কতো গুলো ভ্রান্ত বিশ্বাস এবং কুসংষ্কার –

১. পশু কোরবানিতে ভাগিদারদের নাম পড়া (আবশ্যিক মনে করা)।
২. ওমুক ওমুক ব্যাক্তির নামে কুরবানি! (কুরবানি হবে- আল্লাহর নামে।ব্যক্তির পক্ষ থেকে)
৩. শ্বশুরালয় থেকে ছাগল/গরু নেয়া (স্বেচ্ছায় উভয় পক্ষ দেয়া-নেয়া হলে ক্ষতি নেই)

৪. লগ্নে বিশ্বাস! প্রথম ক্রেতা, সকাল/সন্ধ্যা ইত্যাদি সময়ে বাকি দিতে নেই! (সৎ ব্যক্তিকে যেকোনো সময় বাকি দিয়ে সহযোগিতা করা যায়।ফাঁকিবাজদেরকে যে কোনো সময় বাকি দেয়া ঠিক নয়)

৫. জানাজায় মৃত ব্যক্তি ‘ভালো ছিল’ র মৌখিক স্বীকৃতি নেয়া!
৬. রাতে জুটা পানি বাইরে ফেলা অলুক্ষনে! (বরং ফেলে দেয়াই পবিত্রতা)

৭. কদমবুসি বা পায়ে সালাম দেয়া। (ইসলামে হারাম)।
৮. পরকালে লাইলি-মজনুর বিয়েতে শরিক হওয়া!!
৯. টিকটিকির ডাকে কথা সত্য হওয়ার আলামত মনে করা।

১০. পৃথিবী ষাঁড়ের শিংয়ের উপর বিদ্যমান!
১১. গোসল শেষে আবার অজু করা!
১২. মুসাফাহার পর বুকে হাত রাখা।সামনের দিকে ঝুকা। দু’হাতে মুসাফাহা করা!

১৩. রাতের বেলা ঘর ঝাড়ু দেয়া, আয়না দেখা অশুভ!
১৪. ভারি বস্তু উঠাতে ইয়া আলি!/ বিপদে গাউসুল আজমকে ডাকা!
১৫. মৃত ব্যক্তির রুহ আমাদেরকে দেখে!

১৬. মৃতের বাড়ীতে (নির্দিষ্ট কয়েক দিন) আগুন জালানো যায় না!
১৭. আসরের পর পড়াশোনায় ক্ষতি!
১৮. স্বামী মারা গেলে স্ত্রীকে সাদা কাপড় পড়ানো!

১৯. বোন তার অংশ (উত্তরাধিকার /মিরাস) গ্রহন করলে পিত্রালয়ে আসতে পারে না!
২০. সালাম দেয়াতে ৯০নেকি, জওয়াবে ১০নেকি!
২১. ওজরের মাসলা নাই!{ওজর (হেতু/কারন) হলে ই মাসআলার প্রয়োজন }

২২. “৭৮৬” সংখ্যা গুলোকে বিসমিল্লাহর বিকল্প মনে করা!
২৩. দেশপ্রেম ইমানের অঙ্গ (এটি হাদিস নয়)।
২৪. বিবাহের ইজাব কবুলের পর জামাই দাঁড়িয়ে সালাম দিতে হয়!

২৫. জ্ঞানার্জনে প্রয়োজনে চিনে যাও! (এটি হাদিস নয়!)
২৬. সৃষ্টি জগৎ আঠারো হাজার মাখলুকাতে সীমাবদ্ধ করা!
২৭. আলোচনা চলাকালে কেউ আসলে হায়াত বেশি ভাবা!

২৮. কার মুখ দেখে বের হলাম রে!!!
২৯. হাত চুলকালে টাকা আসে!
৩০. শিশুর কপালে টিপ দেয়া, গাছে /গাড়ীতে জুতা ঝুলানো।