রামগতি-কমলনগরে বিনা খরচে ধর্মীয় শিক্ষার সুযোগ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

দেশালোকঃ রামগতি-কমলনগর উপজেলায় ধর্মীয় বিষয়ে আগ্রহী শিশুদের বিনা খরচে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে আস সালাম ইবতেদায়ী মাদরাসা এবং আস সালাম হাফেজিয়া মাদ্রাসা। উপজেলা দুটিতে বসবাসরত যে কেউ এ সুযোগ পেতে আবেদন করতে পারবেন। বিনা খরচের এ সুযোগে শিক্ষার সুযোগ পাবেন ইবতেদায়ী, প্রাথমিক এবং হিফজুল কোরআন পড়ার সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বিনা বেতন ছাড়াও থাকা খাওয়াসহ সব ধরনের সুযোগ সুবিধা ফ্রি পাবেন। মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে রামগতি উপজেলার চরপোড়াগাছা শেখের কেল্লায়  অবস্থিত। এখানে প্রাথমিক শাখায়ও বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে।

যে সব স্থানে ভর্তির আবেদন ফরম পাওয়া যাবে –

রামগতি উপজেলায়ঃ রামগতি বাজার সৌদিয়া বস্র বিতান, হাজী মাওলানা আবদুল আউয়াল, ০১৬৮৬৯৩৭৯৬২। বিবির হাট, মা স্টোর, মোঃ আকবর ফোনঃ০১৭৩৩১০৮২৮৬। রামদয়াল বাজার, সালমা কসমেটিক মোঃমেহেরাজ ০১৭৭৭৭৮৭৭১৫, সুফিয়া বাজার, হাফেজ মাইন সাহেবের কাপড়ের দোকান, হাফেজ মাইন উদ্দিন ০১৯৭২৫১৯৮২০। জমিদার হাট, ফারিয়া ভ্যারাইটিজ স্টোর, মো ইউসুফ ০১৮১৪২২৭৫৩৬। চর আলেকজান্ডার, আরাফাত লাইব্রেরি মোঃ আরিফ ভাই, ০১৭৭০৬২৮৩০১। হাজিগঞ্জ বাজার, নাজিল কফি হাউজ, মো: হারুনুর রশিদ ০১৮১১৮০৫৯৮৯। শেখের কেল্লা, কারিম স্টোর, মোঃ কারিম ০১৮২৩৪৫১৬৭৫। আজাদনগর বাজার, সাথী লাইব্রেরি, মো: আলম গাজী ০১৮৪৬১২৪৮৪৬। গুচ্ছগ্রাম, জমির উদ্দিনের সারের দোকান, জমির উদ্দিন ০১৭১৩৬১৭৩০৬ ।  আবুল কালাম সভাপতি, ০১৭৮৭১৬৯৮৬৪। বান্দের হাট, সোহাগ লাইব্রেরি, মোঃ সোহাগ ০১৮৫৬৪৬৪০১৯।

কমলনগর উপজেলাঃ কাজী ফার্মেসি, করইতলা- মাকছুদুর রহমান- ০১৭২৬৮৫৪৮৯৬। আল-আরাফা মেডিকেল হল, আল-আরাফা মাদ্রাসা মার্কেট- মোছলেহ উদ্দিন- ০১৭১৪৪৩৮০১৮। আতাউর রহমান রাব্বি- বাঁশতলা বাজার- ০১৭৭৯৩৫৯৭৬। রিজিয়া ফার্মেসি- চৌধুরী বাজার- বেলায়েত হোসাইন মাহমুদ- ০১৭১১০২৫১৭৯।ডা. জসিম উদ্দিন- নাছিরগঞ্জ-০১৭২৬৯৪১৪৩৪। ছাওবান হোমিও ফার্মেসি- মতিরহাট, ছাওবান- ০১৭৯৫৪২৫৩০৩। নুরুল ইসলাম মেম্বার- বলিরপোল- ০১৭৭৬১৩২১৫২। হাজী কসমেটিক্স এন্ড গার্মেন্টস- আজগর আলী- ০১৭৫২৬২২৬৬২।সুমাইয়া ফ্যাশন-তোরাবগঞ্জ- সবুজ ফারুক- ০১৭২৮৫১৩৭৩৭। জিহাদ বস্ত্রালয়, ফজুমিয়ারহাট বাজার, ০১৮২০৯৩৩২৫৭। কামাল ষ্টোর, হাজিরহাট বাজার, ০১৯৪৩৯৯২৬২৩। ফিরোজ কসমেটিকস, লরেঞ্চ বাজার, ০১৭৭২৭৬১৩৬৯।

স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে “ এডুকেশন টিম ছাত্র নির্বাচনে সহযোগিতা করবে। বিশেষ একটি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দুটি বিভাগে একশজন শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।